Sunday, October 20, 2013

বীর মুক্তিযোদ্ধা ইয়াকুত চৌধুরী স্মৃতি পরিষদ এর ব্লগের কাজ চলিতেছে ---


--- লেখা আহবান ---


আওয়ামীলীগ এর প্রবীণ রাজনীতিবিদ , সাবেক হবিগঞ্জ জেলা বাকশাল এর সভাপতি , ভাষা সৈনিক , বীর  মুক্তিযোদ্ধা  ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কমিটির হবিগঞ্জ জেলার সভাপতি, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমবায়ী তথা হবিগঞ্জে আওয়ামীলীগ , যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ এর প্রতিষ্ঠালগ্নের অন্যতম সংগঠক ও  জীবনভর ত্যাগী নেতা মরহুম এ . আর .  ইয়াকুত চৌধুরী  সাহেবকে নিয়ে সম্প্রতি  “বীর  মুক্তিযোদ্ধা  ইয়াকুত চৌধুরী  স্মৃতি  পরিষদ”  নামে একটি স্মৃতি পরিষদ গঠিত হয়েছে । 

 বর্তমানে  পরিষদের “ Blog”  ব্লগ এর কাজ চলিতেছে।

আপনারা  মরহুম ইয়াকুত সাহেবের শৈষব, কৈশোর, ছাত্রজীবন, কর্মজীবন, রাজনৈতিক জীবন, সাংগঠনিক কর্মকান্ড , মুক্তিযুদ্ধ , ভাষা আন্দোলন, ছাত্ররাজনীতি ইত্যাদি বিষয়ে লিখা সমূহ লিখে পাঠাতে পারেন; বীর  মুক্তিযোদ্ধা  ইয়াকুত চৌধুরী  স্মৃতি  পরিষদ এর “ Blog”  ব্লগে প্রকাশ করার জন্য।


এছাড়া আপনাদের সংগ্রহে মরহুম ইয়াকুত সাহেবের স্মৃতি বিজরিত কোন ছবি থাকলে তাও পাঠাতে পারেন। 
 
 অবশ্যই আপনাদের লেখা  বাংলা হলে ”বিজয় ইউনিকোড”  দিয়ে টাইপ করে দিতে হবে।

লেখা পাঠাবার ঠিকানা -
অথবা -
 প্রয়োজনে যোগাযোগ করুন :- 

মোহাম্মদ ইমদাদ উল বশির চৌধরী 

সফটওয়্যার ও ওয়েভ ডেভলপার
মাইক্রোসফট সার্টিফাইড সলিউশনস এসোসিয়েট

তথ্য ও গবেষণা সম্পাদক 
বীর  মুক্তিযোদ্ধা  ইয়াকুত চৌধুরী  স্মৃতি  পরিষদ
  
মোবাইল :- +88 01721 351589
ইমেইল :- eaqutchowdhury@gmail.com
অথবা :- imdadchowdhury@gmail.com