--- লেখা আহবান ---
আওয়ামীলীগ এর প্রবীণ রাজনীতিবিদ , সাবেক হবিগঞ্জ জেলা বাকশাল এর সভাপতি , ভাষা সৈনিক , বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কমিটির হবিগঞ্জ জেলার সভাপতি, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমবায়ী তথা হবিগঞ্জে আওয়ামীলীগ , যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ এর প্রতিষ্ঠালগ্নের অন্যতম সংগঠক ও জীবনভর ত্যাগী নেতা মরহুম এ . আর . ইয়াকুত চৌধুরী সাহেবকে নিয়ে সম্প্রতি “বীর মুক্তিযোদ্ধা ইয়াকুত চৌধুরী স্মৃতি পরিষদ” নামে একটি স্মৃতি পরিষদ গঠিত হয়েছে ।
বর্তমানে পরিষদের “ Blog” ব্লগ এর কাজ চলিতেছে।
আপনারা মরহুম ইয়াকুত সাহেবের শৈষব, কৈশোর, ছাত্রজীবন, কর্মজীবন, রাজনৈতিক জীবন, সাংগঠনিক কর্মকান্ড , মুক্তিযুদ্ধ , ভাষা আন্দোলন, ছাত্ররাজনীতি ইত্যাদি বিষয়ে লিখা সমূহ লিখে পাঠাতে পারেন; বীর মুক্তিযোদ্ধা ইয়াকুত চৌধুরী স্মৃতি পরিষদ এর “ Blog” ব্লগে প্রকাশ করার জন্য।
এছাড়া ও আপনাদের সংগ্রহে মরহুম ইয়াকুত সাহেবের স্মৃতি বিজরিত কোন ছবি থাকলে তাও পাঠাতে পারেন।
এছাড়া ও আপনাদের সংগ্রহে মরহুম ইয়াকুত সাহেবের স্মৃতি বিজরিত কোন ছবি থাকলে তাও পাঠাতে পারেন।
অবশ্যই আপনাদের লেখা বাংলা হলে ”বিজয় ইউনিকোড” দিয়ে টাইপ করে দিতে হবে।
লেখা পাঠাবার ঠিকানা -
অথবা -
প্রয়োজনে যোগাযোগ করুন :-
মোহাম্মদ ইমদাদ উল বশির চৌধরী
সফটওয়্যার ও ওয়েভ ডেভলপার
মাইক্রোসফট সার্টিফাইড সলিউশনস এসোসিয়েট
তথ্য ও গবেষণা সম্পাদক
বীর মুক্তিযোদ্ধা ইয়াকুত চৌধুরী স্মৃতি পরিষদ
মোবাইল :- +88 01721 351589
ইমেইল :- eaqutchowdhury@gmail.com
অথবা :- imdadchowdhury@gmail.com